বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আল জাজিরা জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত আছে এবং বুধবারও কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে তারা ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে।
হামাস বলেছে, ‘ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনা কঠিন।’ এদিকে ট্রাম্প কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কথা ভাবছেন বলেও জানা যায়।
হামাস কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, ‘আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের জনগণের সুরক্ষা, গণহত্যা বন্ধ এবং সম্মানজনকভাবে ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি।’
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অংশ হিসেবে যেসব এলাকায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা উচিত, সেগুলো এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে ফিলিস্তিনিদের জীবন প্রভাবিত না হয় এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার পথ প্রশস্ত হয়।
বিএনএ/ ওজি/শাম্মী