21 C
আবহাওয়া
১১:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে খুন

চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে খুন


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে মো. ইব্রাহিম রাজু (২৮) নামে সাবেক এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। শনিবার (৯ জুলাই) রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দরবারটিলা এলাকায় এঘটনা ঘটে।

নিহত রাজু জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।

জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন বলেন, দরবার টিলা এলাকায় ভিআইপি গ্রুপের অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি মিলে টিটু গ্রুপের ইব্রাহিম রাজুকে রাজনৈতিক বিরোধের জের ধরে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ