বিএনএ, ডেস্ক : ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গ্যান্টজ। রোববার (৯ জুন) রাতে জরুরি মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
বিবিসি জানায়, গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরে তিনি পদত্যাগ করলেন ।
গ্যান্টজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, বেনি, মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় এটি নয়, এখন সময় সেনা বাহিনীতে যোগ দেওয়ার।
তবে বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ গ্যান্টজের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে গুরুত্বপূর্ণ এবং সঠিক বলে সমর্থন করেছেন তিনি।
বিএনএ/ ওজি/ হাসনা