17 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » সমুদ্রের তলদেশে ‘সোনাভর্তি’ ২ জাহাজের সন্ধান

সমুদ্রের তলদেশে ‘সোনাভর্তি’ ২ জাহাজের সন্ধান


বিএনএ, বিশ্বডেস্ক : কলম্বিয়ার উপকূলে ডুবে যাওয়া দু’টি জাহাজের খোঁজ মিলেছে। এই জাহাজ দুটিতে বিপুল পরিমাণ ‘সোনা’ থাকার সম্ভাবনা রয়েছে, যার মূল্য ১৭ বিলিয়ন ডলার হতে পারে। দ্য নিউজউইক সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডুবে যাওয়া বিখ্যাত স্প্যানিশ জাহাজ সান জোসের ধ্বংসাবশেষের কাছে ওই জাহাজ দু’টির খোঁজ মিলেছে।

প্রসঙ্গত, ১৭০৮ সালে ব্রিটিশরা ডুবিয়ে দেয় স্প্যানিশ জাহাজটিকে। তাতে বিপুল মূল্যবান সামগ্রী ছিল। আর ২০১৫ সালে এই জাহাজের খোঁজ পাওয়া যায়।

জানা গেছে, সমুদ্রের তলদেশে প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে একটি দূরনিয়ন্ত্রিত যান পাঠানো হয়েছিল। সেটির মাধ্যমে সমুদ্রের তলদেশের ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিওতে স্প্যানিশ জাহাজের ধ্বংসাবশেষের কাছে ওই জাহাজ দু’টি দেখতে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, নীল ও সবুজ রঙের ছবিতে সমুদ্রের তলদেশে সোনার মুদ্রা, মৃৎপাত্র ও অক্ষত চীনামাটির কাপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ