18 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় ইবি সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় ইবি সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি করায় ইবি সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

বিএনএ, ইবি:  মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় যারা কটুক্তি করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিন্দাসহ তাদের ফাঁসির দাবি জানান তারা। শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় মিছিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর স্লোগানে প্রকম্পিত হয় সারা ক্যাম্পাস। এছাড়া মিছিলে ‘বিশ্বনবীর অপমান সইবেনা মুসলমান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইহুদীদের দালালেরা হুশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম এক হও এক হও’ ইত্যাদি প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের ২ সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা

Loading


শিরোনাম বিএনএ