বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা একটি চামড়ার গুদামকে ৭০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ( ১০ জুন) বিকালে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। এসময় মেয়াদোত্তীর্ণ ২০ কার্টুন পন্ড ক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা বলেন, ইউনিয়ন পরিসদ ২০০৯ আইন, জাতীয় ভোক্তা অধিকার আইন ও পরিবেশ আইনে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার হেফাজত থেকে মেয়াদোত্তীর্ণ ২০ কার্টুন পন্ড ক্রিম ধ্বংস করা হয়। ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, ভ্রাম্যমান আদালতের পেশকার ডিপু চাকমা, পুলিশ ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চামড়ার গুদাম গড়ে তুলেছে জনৈক মালি আব্বাস। তিনি সেখানে চামড়া সংরক্ষণ, পশু জবাই, গরুর নাড়িভুঁড়ি ও ভারতীয় মাংস বেচাকেনা করে আসছে।
বিএনএনিউজ২৪/আমিন
Total Viewed and Shared : 141