বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে ১৪ হাজার ৯৭০ পিস ইয়াবা পাচার মামলায় ফয়েজ আহমদ নামের এক রোহিঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভা:) নিশাত সুলতানা এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)এডভোকেট ফরিদুল আলম।
দণ্ডপ্রাপ্ত আসামি ফয়েজ আহমেদ উখিয়া উপজেলার বালুখালী ১৮-নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিরাজুল ইসলাম ছেলে। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
উক্ত মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন একই আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামির পক্ষে অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু মামলাটি পরিচালনা করেন।
বিএনএ/ ফরিদুল, এমএফ