18 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে ১৭ শিক্ষককে অব্যাহতি, ১ জনের কারাদণ্ড

ধামরাইয়ে ১৭ শিক্ষককে অব্যাহতি, ১ জনের কারাদণ্ড

এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষকের ২ বছরের কারাদণ্ড

বিএনএ, সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে ১৭ সহকারী শিক্ষককে অব্যাহতি এবং নানা অনিয়মের কারণে এমদাদুল হক নামে এক শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১০ মে) সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে উপজেলার কুশুরা ইউনিয়নের নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র হতে অব্যাহতি প্রাপ্তরা হলেন- জালসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজিম উদ্দিন, খাগাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর প্রসাদ, বান্নাখোলা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও বাথুলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনকা।

কুশুরা কেন্দ্রের নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ হতে অব্যাহতি প্রাপ্তরা হলেন- খাগাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবজাল হোসেন ও আঞ্জুমান আরা, জালসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াকুব আলী, শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন, বান্নল লাক্ষু হাজী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন, ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, মো. আব্দুল আলীম ও মুক্তা রাণী পাল।

ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র হতে অব্যাহতি প্রাপ্তরা হলেন- সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. আবু তাহের, ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা বেগম, সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাঈম হোসেন ও ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল।

সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন- জালসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক।

জানা যায়, বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরিক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মদ হাই জকী কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় এমদাদুল হক নামে এক ব্যক্তি পরীক্ষা চলাকালে ইচ্ছাকৃতভাবে প্রশ্নের উত্তর পত্রের সেট কোড পরিবর্তন করে ভিন্ন সেট কোড ছাত্র-ছাত্রীদের পূরণ করনে সহায়তা করেছে। যার ফলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দেন ইউএনও। এছাড়াও কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে ১৭ সহকারী শিক্ষককে অব্যাহতি দেয়া হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ হাই জকী বলেন, পরীক্ষার হলে পরীক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য এবং প্রশ্নের উত্তর বলে দেওয়ার জন্য একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও দায়িত্ব অবহেলার কারণে ১৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। কোথাও অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/ইমরান খান,বিএম

Loading


শিরোনাম বিএনএ