27 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » রাজধানীর মিরপুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ট্রাকে উঠার সময় পড়ে যুবকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর মনিপুরে একটি বাসা থেকে ফয়েজ উল্লাহ (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ মনিপুর একটি বাড়ির নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফয়েজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ফয়েজ স্ত্রী-সন্তানদের নিয়ে ওই বাসায় ভাড়ায় থাকতেন।তার বাড়ী নোয়াখালীর চাটখিল উপজেলায়।

তার মৃত্যুটি রহস্যজনক বলে ধারণা করছে পুলিশ।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আলাদা কক্ষে ঘুমাতে যান ফয়েজ। পরে সকালে তার মৃত্যুর খবর পায় পুলিশ।

তিনি আরও জানান, নিহতের পিঠে কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে  মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

 

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ