20 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ-ডিসি মমিনুর

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ-ডিসি মমিনুর

ডিসি মমিনুর

বিএনএ, চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

সোমবার (১০ মে) বিকেল ৩টায় নগরীর রউফাবাদস্থ নতুন মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের অধীন ১৪টি উপজেলার ৩০৪ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, মো.মাসুদ রানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সাংস্কৃতিক কমান্ডের আহবায়ক আবদুস সালাম সওদাগর, সাতকানিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা আবু তাহের, রাঙ্গুনিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা খায়রুল বশর, হাটহাজারী কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আলম, এম.এ ফাউন্ডেশনের সভাপতি নাইমর আশরাফ অভি প্রমূখ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১টি লুঙ্গি, ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান আরও বলেন, আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মা সকলের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড পরিস্থিতিতেও বীর মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তাদেঁর মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। কোন বীর মুক্তিযোদ্ধা সমস্যায় আছে কি না, তা নজরদারী করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ