15 C
আবহাওয়া
১১:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পথ শিশু‌দের খাদ‌্য ও ঈদ উপহার দিল লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি

পথ শিশু‌দের খাদ‌্য ও ঈদ উপহার দিল লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি


বিএনএ চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি এর উদ্যোগে ও ক্লাব প্রেসিডেন্ট, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লায়ন মিজানুর রহমান মজুমদার এমজেএফ. এর সহযোগিতায়  সোমবার(১০ মে) দুপু‌রে ১নং ফিরিঙ্গী বাজার মোড়ে অবস্থিত ” উপলব্ধি” (যারা ফুটপাত-পথের অবহেলিত শিশুদের নিয়ে কাজ করে) সংস্থায় ৬৫ জন শিশুদের জন্য ঈদের নতুন জামা ও পুরো এক মাসের  খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এতে লায়ন মিজানুর রহমান মজুমদার এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি ৪ বাংলাদেশ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ। আরো উপস্থিত ছিলেন উপলব্ধি সংস্থার পরিচালক ইজাবুর রহমান।


অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়মন্ড সিটি ক্লাবের সেক্রেটারি লায়ন মো আবিদুর রহমান ।

বিএনএ / এসজিএন

Loading


শিরোনাম বিএনএ