17 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫


বিএনএ, বিশ্বডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষি-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য কেনটাকিতে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) কেনটাকির লুইসভিলে শহরের কেন্দ্রস্থলে বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় গভর্নর অ্যান্ডি বেসিয়ার এক টুইটে বলেন, শহরের কেন্দ্রস্থল লুইসভিলে একাধিক হতাহতের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। আমি এখন সেখানে যাচ্ছি। অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সকলের জন্য এবং লুইসভিল শহরের জন্য প্রার্থনা করুন।

এদিকে হামলাকারীর নাম গ্যারি মার্টিন বলে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার বয়স ৪৫ বছর।

লুশভিলের বাসিন্দাদের ‘ইস্ট মেইন’ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকার একটি ভিডিওতে দেখা গেছে, ভারী অস্ত্রসজ্জিত পুলিশ বাহিনী একটি বাণিজ্যিক এলাকা ঘেরাও করছেন। সেখানে জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ