26 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

রাজধানীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

রাউজানে জিপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বিএনএ,ঢাকা: রাজধানীর পান্থপথ এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের আনুমানিক বয়স ২৪ বছর। রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বিপরীত পাশে সামারাই কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কলাবাগান থানা উপ-পরিদর্শক (এসআই) সুমিত আহমেদ বলেন, আমরা খবর পেয়ে বসুন্ধরা কমপ্লেক্সের বিপরীত পাশের রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা স্থানীয় লোকজনের মুখ থেকে জানতে পারি বসুন্ধরা কমপ্লেক্সের বিপরীত পাশে সামারাই কনভেনশন সেন্টারের সামনে মোটরসাইকেল আরোহী এক যুবক ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়।

বিএনএ/ আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ