30 C
আবহাওয়া
৩:২৩ অপরাহ্ণ - মে ২৫, ২০২৫
Bnanews24.com
Home » আশীষ চৌধুরীর জামিন আবেদন নাকচ

আশীষ চৌধুরীর জামিন আবেদন নাকচ

আশীষ চৌধুরীর জামিন আবেদন নাকচ

বিএনএ, ঢাকা: চলচ্চিত্র অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার গ্রেপ্তার আশীষ রায় চৌধুরীর মাদক মামলায় জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

রবিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার তার জামিন আবেদন নাকচ করে দেন।

আশীষ রায়ের আইনজীবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গত ৫ এপ্রিল গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‌্যাব আশীষ রায়ের বাসা থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করে। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানী এলাকার আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চিত্র নায়ক সোহেল চৌধুরী।

সোহেল চৌধুরী হত্যা মামলায় আশীষ রায় চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়নি। পুলিশ জানায়, হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ এপ্রিল।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ