22 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » ঈদযাত্রায় এনআইডি ছাড়া লঞ্চের টিকিট নয়: নৌ-প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় এনআইডি ছাড়া লঞ্চের টিকিট নয়: নৌ-প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি: নৌ-প্রতিমন্ত্রী

বিএনএ, ঢাকা: জাতীয় পরিচয়পত্রের কপি ছাড়া ঈদযাত্রায় লঞ্চের টিকিট বিক্রি করা হবে না। এমন তথ্য জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার (১০ এপ্রিল) দুপুরে ঈদ ব্যবস্থাপনা বৈঠক শেষে গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে লঞ্চের কেবিনে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সেগুলো তদন্ত করার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপদে পড়ে যায়। আমরা নিশ্চিত হতে চাই কোন যাত্রী কোন লঞ্চে পারাপার হচ্ছে।

খালিদ মাহমুদ বলেন, সমন্বয় করে যাত্রী সেবা নিশ্চিত করতে চান তারা। যাত্রী পরিবহনের প্রস্তুতি যেমন নেয়া হচ্ছে তেমনি যাত্রীদেরও নির্দেশনাগুলো অনুসরণ করার আহ্বান জানান তিনি। অপরিকল্পিতভাবে যাত্রীদের ঈদযাত্রা না করার অনুরোধ জানান নৌ-প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ বলেন, লঞ্চ মালিকরা তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবেন। ত্রুটি-বিচ্যুতি সারিয়ে নিয়ে লঞ্চগুলো ঈদযাত্রায় যুক্ত করার জন্য চেষ্টা করছেন। বলেন, পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলে বিধি-নিষেধ আছে। সে কারণে অনেক ফেরি প্রত্যাহার করে নেয়া হয়েছে। এখন শিমুলিয়া-বাংলাবাজার ঘাট রুটে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৬টি ফেরি চলাচল করে। পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টা চলাচল করার ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী জানান, মাঝিরকান্দিতে একটি মাত্র ঘাট। আগামী ৪ দিনের মধ্যে সেখানে নতুন আরেকটি ঘাট তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। এই রুটে ৮৩টি লঞ্চ আছে। সেগুলো যেন ধারাবাহিকভাবে ২৪ ঘণ্টা চলে সে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, রাতে স্পিড বোট চলবে না। দিনে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

খালিদ মাহমুদ বলেন, নির্ধারিত যে ভাড়া সেটাই নিতে হবে। অনেক ক্ষেত্রে কম ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী লঞ্চে তুলে ফেলা হয়, তাতে লঞ্চ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বিজিএমইএ ও বিকেএমইএ থেকে জানানো হয়েছে, ২৭ তারিখ থেকে তারা পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। যাতে রাস্তা এবং নৌপথে অতিরিক্ত চাপ তৈরি না হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ