21 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী গাঙ্গুলি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশাবাদী গাঙ্গুলি


বিএনএ,স্পোর্টস ডেস্ক:করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু মিছিলও। করোনার প্রকোপ বাড়লে ভারতে কি আদৌও ওয়ার্ল্ড টি-টোয়েন্টি আয়োজন করা সম্ভব হবে?

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি আত্মবিশ্বাসী, ভারতেই আয়োজন করা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে তিনি বিভিন্ন রাজ্য সংস্থাকে চিঠি দিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন।

ভারতে গতকাল শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) । আইপিএল মাঠে গড়ানোর আগেই করোনা থাবা বসিয়েছে। কয়েকজন ক্রিকেটার, দলের কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আবার সুস্থও হয়ে উঠেছেন অনেকে। কিন্তু করোনার প্রকোপ বাড়লে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠছে।

আইসিসি বিকল্প ভেন্যুর কথা চিন্তা করলেও গাঙ্গুলি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতেই আয়োজন হবে জমজমাট এ প্রতিযোগিতা। রাজ্য সংস্থাগুলোতে চিঠিতে গাঙ্গুলি লিখেছেন, ‘আগামী মৌসুমে সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী। আশা করছি পূর্ণ ঘরোয়া মৌসুম আয়োজন করতে পারব। আর চলতি বছরের শেষ দিকে সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করব।’

চিঠিতে তিনি আরও লিখেন, ‘শুধু বড়দের প্রতিযোগিতা আয়োজন করব না, খুদে ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবে। কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর না হলে এই বছরের জুন–জুলাই মাসে অনূর্ধ্ব ১৯ জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা হবে।’

তিনি আরও লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকে উচ্চমানের ও দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়ার জন্য সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের কৃতিত্ব প্রাপ্য।’

Loading


শিরোনাম বিএনএ