বিএনএ, ঢাকা: রাজধানীর সবুজবাগের আমুলিয়া বাইদিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আলম (৪৮) নামে এক ট্রাকচালক আহত হয়েছেন। রোববার (১০ মার্চ ) সকাল সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নওগাঁ সদরের চুনিয়াপাড়া গ্রামের মফিজ প্রামাণিকের ছেলে। বর্তমানে সবুজবাগের নন্দীপাড়ার লকিতলা এলাকায় ভাড়া থাকেন।
ট্রাকের মালিক গোলাম ফারুক জানান, ‘আলম আমার ট্রাকের ড্রাইভার। ভোরের দিকে মাটিভর্তি ট্রাক নিয়ে আমুলিয়ার বাইদিয়া এলাকায় গেলে হঠাৎ এ সময় ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি পথরোধ করে দাঁড়ায়। এবং ট্রাকের গ্লাসে ঢিল ছুঁড়ে কোনো কিছু বোঝার আগেই হঠাৎ তারা ট্রাকের সামনের আয়না ভেঙে ফেলে। ওই সময় তারা আমাদের বলে- ‘ট্রাক থেকে না নামলে গুলি করে মেরে ফেলবে’। পরে আমি ও আমার চালক ট্রাক থেকে নেমে দৌঁড় দেই। এ সময় তারা আমাদের দিকে গুলি ছুড়লে আলম গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘সকালের দিকে সবুজবাগ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’
বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা