বিএনএ ডেস্ক: আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে আর্জেন্টিনা। আজ (শুক্রবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আর্জেন্টাইনরা।
ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে আগামী ২১ মার্চ পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতাটি চলবে। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার আসরের পরিধি বেড়েছে। এবার অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে হয়েছে ১২টি। আর্জেন্টিনা ও স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড ও পোল্যান্ড।
বঙ্গবন্ধু কাপ কাবাডির গত আসরে আর্জেন্টিনার আসার কথা থাকলেও কিছু সমস্যার কারণে সেবার আসতে পারেনি তারা। অবশেষে এবারের আসরে খেলতে ঢাকায় এসে পৌঁছাল বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দেশটি। আজ ঘন্টা কয়েক পরেই চাইনিজ তাইপে দলটি এসে পৌঁছাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর এবারের আসরে অংশ নেওয়া বিদেশি ১১ দলের মধ্যে আগামীকাল ৮ দল ও ১৪ মার্চ ইংল্যান্ড দলের আসার কথা রয়েছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ