17 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে ইটভাটায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

ধামরাইয়ে ইটভাটায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৬০

বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকার ধামরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের ইটভাটায় শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় ধামরাই থানায় অজ্ঞাত নামে মামলা দায়ের করা হলে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। মামলা নং ১৫(৩)২২।

বৃহস্পতিবার (১০ মার্চ) গ্রেফতার দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা।

এরআগে গত মঙ্গলবার রাত ১টার দিকে সাবেক চেয়ারম্যানের প্রয়োজনীয় কাগজপত্র বিহীন এস এ ব্রিকস ইটভাটায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে দুইজনকে গ্রেফতার করে  পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বালিয়া ইউনিয়নের বাইচাল গ্রামের শামসুল হকের ছেলে জানি আলম (৩৫) ও একই ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের হোসেন আলীর ছেলে শামীম হোসেন (৩৩)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, এস এ ব্রিকস ইটভাটায় রাতের আধারে ইটকাটা শ্রমিকদের থাকার শেডে হামলা চালায় সংঘবদ্ধ কয়েকজন ডাকাত। শেডের মধ্যে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শ্রমিকদের ব্যবহৃত ২২ টি মোবাইলফোনসহ নগদ ৭০ হাজার টাকা লুট করে নেয়। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরদিন ভাটা মালিক বাদি হয়ে মামলা দায়ের করলে কৌশলে প্রকৃত অপরাধীদের ধরতে অভিযান শুরু করে ইন্সপেক্টর রাসেল মোল্লা। ঘটনার একদিন পর রাসেল মোল্লার পারদর্শিতায় এদেরকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল মোল্লা বলেন, চেয়ারম্যানের ইটভাটায় ডাকাতির ঘটনায় মামলা করা হলে আমরা প্রকৃত আসামিদের ধরতে অভিযান শুরু করি। অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত