বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত এবং সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(১০ মার্চ) রাত ১২ টা ১৫ মিনিট থেকে ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এসময় দুই হল থেকে রাম দা, কিরিচ, গুলতি, কাচের বোতল ও রডসহ বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত তিনদিনে দুইবার সংঘর্ষে জড়িয়ে এবং আবাসিক হলের এক বাবুর্চিকে মারধরের ঘটনায় ফের আলোচনায় এসেছে চবি শাখা ছাত্রলীগ। ইটপাটকেল, কাচের বোতল ছোঁড়াছুঁড়ি ও ককটেলবিস্ফোরণের ঘটনা ঘটেছে গত দুইদিনের সংঘর্ষে। এছাড়া দুইদিনে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনও পক্ষই বিষয়টি স্বীকার করেনি।বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও সিএফসি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতির নেপথ্যে কি রয়েছে, সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কেউ আহত হয়েছে এমন কোনও অভিযোগ করেনি। যেহেতু আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে থাকি, তাই আমাদের পুরো বিষয়টা সমাধান করতে আরেকটু সময় লাগতে পারে।
বিএনএ/ ওজি