28 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - মার্চ ১৫, ২০২৫
Bnanews24.com
Home » প্রবাসীদের ৬ সদস্য গিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে

প্রবাসীদের ৬ সদস্য গিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে

প্রবাসীদের ৬ সদস্য গিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে

বিএনএ, ঢাকা: জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আমিরাত সহ অন্যান্য প্রবাসীদের ৬ সদস্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের নিয়ে যান। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের প্রতিনিধি দলে আছেন— খালেদ সাইফুল্লাহ, মীর রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাইনুদ্দিন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশের বাধায় সেখানে অবস্থান করে বিক্ষোভ করে প্রবাসীরা। পরে উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার ডাক আসলে আন্দোলন স্থগিত করেন তারা। তবে আশানুরূপ ফলাফল না আসলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।

মাইনুদ্দিন বলেন, দুবাই থেকে ফেরত আসার পর বারবার আশ্বাস পেলেও আমরা এখন পর্যন্ত তার (প্রধান উপদেষ্টা) সঙ্গে দেখা করতে পারিনি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে রেমিট্যান্স বন্ধের মতো ঘোষণাও আসতে পারে।

প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ দেওয়া, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করা ও প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়াসহ ৫ দফা দাবি জানান তারা।

গত ৭ ফেব্রুয়ারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবি মানতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ