28 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - মার্চ ১৫, ২০২৫
Bnanews24.com
Home » অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে দ্বিতীয় দিনে আটক ১০০

অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে দ্বিতীয় দিনে আটক ১০০


বিএনএ, গাজীপুর : চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও জেলা পুলিশের হাতে সাবেক সংসদ সদস্য (এমপি) সহ আরও ১০০ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত দুই দিনে গাজীপুর  জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ১৮১ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে।

সোমবার সকালে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে পুলিশ এই অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর পুলিশের ৮টি থানায় ৭৯ জন এবং জেলা পুলিশের ৫টি থানায় ২১ জন গ্রেপ্তার হয়েছে।

এর আগে, অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুর জেলায় ৮১ জনকে গ্রেপ্তার করা হয়।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ