28 C
আবহাওয়া
১২:০৬ পূর্বাহ্ণ - মার্চ ১৫, ২০২৫
Bnanews24.com
Home » তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি

তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি


বিএনএ বিশ্বডেস্ক : আরও তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে  হামাস। বিনিময়ে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলিরা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি ও অর লেভি। শনিবার তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, ফিরে আসা ফিলিস্তিনিদের নিয়ে পশ্চিম তীরের রামাল্লায় উৎসব চলছে।  গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ পর্যন্ত ২১ জন ইসরায়েলি জিম্মি ও ৫৬৬ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে।

ইসরায়েল যে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, তার মধ্যে ৭০ জন যাবজ্জীবন কিংবা দীর্ঘমেয়াদি কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। ১১১ জনকে গাজা যুদ্ধের সময় আটক করা হয়েছিল।

ফিলিস্তিন প্রিজনার্স ক্লাব এএফপিকে জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজনকে রামাল্লার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরও জানিয়েছে, মুক্তি পাওয়া সব বন্দিকেই স্বাস্থ্যসেবা ও চিকিৎসা দিতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাস ও সহযোগী সংগঠনগুলো। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। জিম্মি করা হয় ২৫১ জনকে। এরপর থেকে গাজায় বর্বরোচিত হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল। এতে এরই মধ্যে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ