28 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - মার্চ ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আগুন: দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু

চট্টগ্রামে আগুন: দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু

হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে কলোনিতে অগ্নিকান্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) ভোর সাড়ে ৬টার দিকে কোতোয়ালি থানাধীন বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে সওদাগর কলোনিতে এ অগ্নিকান্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

জানা গেছে, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দু’টি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়ি পুড়ে যায়।

আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে আহত ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু ঘটে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন সূত্রে জানা গেছে।

বিএনএনিউজ২৪,এসজিএন,শাম্মী

Loading


শিরোনাম বিএনএ