14 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ইভ্যালির গাড়ি নিলাম: দুটো কিনলেন প্রশান্ত

ইভ্যালির গাড়ি নিলাম: দুটো কিনলেন প্রশান্ত

ইভ্যালির গাড়ি নিলাম: দুটো কিনলেন প্রশান্ত

বিএনএ,ঢাকা : খোলা নিলামে ইভ্যালির একটি টয়োটা সিএইচআর গাড়ি ২৩ লাখ ৮০ হাজার টাকা বিক্রি  ও টয়োটা এক্সিও (লিস্টের ৫ নম্বর গাড়ি)  ১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।

হস্পতিবার ( ১০ ফেব্রূযারি)  রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের তিন নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলামের ডাক শুরু হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রতিনিধিরা নিলাম কার্যক্রম পরিচালনা করছেন।

প্রশান্ত ভৌমিক নামের একজন ক্রেতা দুটো গাড়ি কিনেছেন। টয়োটা সিএইচআর ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। টয়োটা এক্সিও’র ৯ লাখ ১৮ হাজার। প্রশান্ত ভৌমিক জানিয়েছেন, তিনি পেশায় রেস্তোরা ব্যবসায়ী। গুলশানে থাকেন। শখের বশে গাড়িটি কিনেছেন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

পড়ুন আগের নিউজ : ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি কিনলেন ইঞ্জিনিয়ার হাবিবুর

Loading


শিরোনাম বিএনএ