26 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা তিনটায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জয়নুল হক সিকদার প্রথম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। সিকদার গ্রুপ ও তাঁর ছেলেদের ব্যবসা–বাণিজ্য দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায়ও সিকদার পরিবারের সম্পদ রয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ