31 C
আবহাওয়া
১:৪৫ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৪
Bnanews24.com
Home » ভ্যাকসিন নিতে আগ্রহীদের ভিড় বাড়ছে

ভ্যাকসিন নিতে আগ্রহীদের ভিড় বাড়ছে

ভ্যাকসিন নিতে আগ্রহীদের ভিড় বাড়ছে

বিএনএ,ঢাকা:সকল শংকা কাটিয়ে স্বাচ্ছন্দ্যে করোনার ভ্যাকসিন নিতে প্রতিদিনই আগ্রহীদের ভিড় বাড়ছে। বুধবার(১০ ফেব্রুয়ারি)চতুর্থ দিনে ভ্যাকসিন নিতে সবাই স্বতস্ফুর্তভাবে কেন্দ্রে আসেন।কেন্দ্রে গিয়ে নিবন্ধনের পাশাপাশি অনলাইনেও নিতে আগ্রহীদের সংখ্যা বেড়েছে।সপ্তাহখানেক আগেই যেখানে ভয় শংকা দেখা দিয়েছিল অনেকের মধ্যে তা কাটিয়ে এখন লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দে ভ্যাকসিন নিতে আসছেন নানা বয়স ও পেশার মানুষ।প্রথম ডোজের ভ্যাকসিন নেয়ার সময় গ্রহীতাকে জানিয়ে দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ।

পাশাপাশি ভ্যাকসিনের বিশেষ কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।ফলে সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।সামনের দিনগুলোতে ভ্যাকসিন নেয়ার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসক ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।

তৃণমূলের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন,প্রথমে অনেকে আতঙ্ক করোনার ভ্যাকসিন নেন নি।তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে।ভ্যাকসিন নিয়ে ভয় কেটে যেতে শুরু করেছে।শহর এলাকায় ভ্যাকসিন নেয়ার বিষয়ে অনেকের আগ্রহ আছে।ফলে প্রতিদিনই ভ্যাকসিন নিতে কেন্দ্রে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ।

বুধবার(১০ ফেব্রুয়ারি)সম্মুখসারির যোদ্ধাসহ ভ্যাকসিন নিয়েছেন নিবন্ধিত সাধারণ নাগরিকরাও।আসেন সাংস্কৃতিক জগতের বরেণ্য ব্যক্তি ও সিনিয়র সাংবাদিকরাও।

কর্মসূচির চতুর্থ দিনে এখনও উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া পাননি চিকিৎসকরা।এরপরও জরুরী চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রতিটি কেন্দ্রেই রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,ভ্যাকসিন নিতে সুরক্ষার ওয়েবসাইটে এ পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় ৭ লাখ মানুষ।এ মাসের শেষে কোভ্যাক্স থেকে ১ লাখ ৩১ হাজার ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিদিন সাড়ে তিন লাখ ব্যক্তিকে করোনার ভ্যাকসিন দেয়ার সক্ষমতা আছে।

পরিসংখ্যান বলছে,মানুষের মধ্যে আস্তে আস্তে ভয় কমছে,প্রতিদিনই বাড়ছে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা।৭ তারিখ সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন বা ৮.৯ শতাংশ।৮ তারিখ নেন ৪৬ হাজার ৫০৯ জন যা ১৩.২৯ শতাংশ।তৃতীয় দিনে নেন ১,০১০৮২ জন বা ২৮.৮ শতাংশ।তবে সক্ষমতা অনুযায়ী ভ্যাকসিন দানের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।

এদিকে,বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।এছাড়া একই দিনে ভ্যাকসিন নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হকসহ অনেকে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ