23 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

বিএনএ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে।  আহত হয়েছেন আরও অনেকে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বুধবার(১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে  উপজেলার বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান,যশোর থেকে বাসটি কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। এটি কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্বিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। এখনও উদ্ধারকাজ চলছে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। পরে আরো একজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/এসজি নবী,আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ