ঢাকা: ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় প্রতি কার্যদিবসে দুই মেট্রিক টন করে চাল বিক্রয় করা হবে। জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে ক্রয় করা যাবে।
বৃহস্পতিবার(৯ জানুয়ারি)খাদ্য মন্ত্রাণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ইতোপূর্বে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। এগুলো চলমান থাকবে।
এসজিএন