16 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মানিকগঞ্জে বউয়ের হাতে শাশুড়ী খুন

মানিকগঞ্জে বউয়ের হাতে শাশুড়ী খুন

মানিকগঞ্জে বউয়ের হাতে শাশুড়ী খুন

বিএনএ, মানিকগঞ্জ: পারিবারিক কলহে মানিকগঞ্জের সিংগাইরে ছেলের বউয়ের হাতে তহুরা বেগম (৫৫) নামে এক শাশুড়ি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) ভোরে জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। ছেলের বউ আইরিন আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।

নিহত তহুরা বেগমের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, পারিবারিক কলহের জেরে প্রবাসী ছেলের বউ আইরিন আক্তার ও তার শ্বাশুড়ির মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে আইরিন তার শাশুড়ীকে চার্জার লাইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান শাশুড়ি তহুরা বেগম। এই ঘটনার সঙ্গে জড়িত ছেলের বউকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ