19 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সুফী সাধক কানু শাহ’র পৌষ বিষু ও ওরশ শরীফ রোববার

সুফী সাধক কানু শাহ’র পৌষ বিষু ও ওরশ শরীফ রোববার

সুফী সাধক কানু শাহ'র পৌষ বিষু ও ওরশ শরীফ রোববার

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম):চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আধ্যাত্মিক সুফী সাধক ওষখাইন আলী নগরে হযরত শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (র:)-এর বার্ষিক ওরশ ও পৌষ বিষু আগামী রোববার(১৫জানুয়ারি) রজায়ী দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) আনোয়ারা সদরে আলী রজা মার্কেটের নিজ কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় রজায়ী যুব তরিকত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ উল্লাহ রজায়ী।

সাংবাদিকদের সাথে বিষু মোবারকের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন রজায়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।

এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা কাজিম উদ্দিন, শাহজাদা মাও রবিউল হোসেইন রজায়ী, শাহজাদা মাওলানা নেছার মিয়া, শা মাওঃ খায়রুল বশর (ফয়সাল) , শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী, ইউপি সদস্য ওয়ারেছ আহমদ ও কাজী এরশাদ উল্লাহ রজায়ীসহ দরবারের বিভিন্ন প্রতিনিধিরা।

আগামী ১২ জানুয়ারি পৌষ বিষু ও গোসল শরীফের মধ্যে দিয়ে ওরশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বিএনএ/এনামুল হক নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ