24 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে হেলমেট না পরায় ১১ জনকে জরিমানা

বোয়ালখালীতে হেলমেট না পরায় ১১ জনকে জরিমানা


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে হেলমেট না পরায় ১১ জন মোটরসাইকেল চালককে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৯ জানুয়ারি) উপজেলা সদর ও গোমদণ্ডী ফুলতল মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
তিনি বলেন, ‘হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন তারা। নিরাপত্তার স্বার্থে হেলমেট পরিধান করাটা অতি জরুরি। হেলমেট পরিধান না করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১১টি মামলায় ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হেলমেট না পরার সঠিক কারণ চালকরা জানাতে পারেননি। এ ধরণের অবহেলার কারণে জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। হেলমেট থাকলে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি থেকে বাঁচা যায়।
বিএনএ/ বাবর মুনাফ,ওজি

Loading


শিরোনাম বিএনএ