24 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকাকে ২০২ রানের টার্গেট দিয়েছে সিলেট

ঢাকাকে ২০২ রানের টার্গেট দিয়েছে সিলেট

ঢাকার টার্গেট ২০২ রান

বিপিএল: বিপিএল-এর আট নম্বর ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ২০২ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান সংগ্রহ করে মাশরাফির দল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা মিরপুরে শুরু হয় ম্যাচটি। টস জিতে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় ঢাকার অধিনায়ক নাসির হোসেন।

উদ্বোধনী জুটিতে হোঁচট খায় সিলেট স্ট্রাইকার্স। ১৭ রানের মাথায় ৬ বলে ৬ রান করে তাসকিনের শিকারে পরিণত হন মোহাম্মদ হারিস। তাওহীদ হৃদয়কে সাথে নিয়ে দ্বিতীয় জুটিতে ৮৮ রানের বড় ইনিংস গড়েন নামজুল হোসেন শান্ত। দলীয় ১০৫ রানের মাথায় ৩৯ বলে ৫৭ রান করে আল-আমিনের শিকারে পরিণত হন তিনি।

এরপর তাওহীদ হৃদয় ছাড়া সিলেটের আর কোন ব্যাটার তেমন সুবিধা করতে পারেন নি। একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন তিনি। দলীয় ১৯৪ রানের মাথায় আউট হন তাওহীদ। ৪৬ বলে ৮৪ রানের ঝকঝকা ইনিংস উপহার দেন তিনি। বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টানা তিন ম্যাচে অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ড ছিল কেবল তামিম ইকবালের।

ঢাকার পক্ষে আল-আমিন হোসেন ৩টি, তাসকিন আহমেদ ২টি এবং ১টি করে উইকেট শিকার করেন আরাফাত সানি ও আরিফুল হক।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ