বিএনএ,ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাঁধন বরিশাল ইউনিটের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার(১০ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন। এ সময় তিনি বলেন, এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের কিছুটা দুঃখ লাঘব হবে ৷ এসময় উপাচার্য সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় বাঁধনের সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, আগামী দিনে আলোকিত মানুষ হওয়ার জন্য এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখতে ৷
বাঁধন ববি ইউনিটের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ইসরাত জাহান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন,লোকপ্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক সিরাজীস সাদিকসহ বাঁধনের উপদেষ্টা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিল ৷
বিএনএ/রবিউল, এমএফ