19 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ের জোরারগঞ্জে গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪

মিরসরাইয়ের জোরারগঞ্জে গোলাগুলির ঘটনায় গ্রেফতার ৪


বিএনএ, মিরসরাই (চট্রগ্রাম) :মিরসরাইয়ের জোরারগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৪ প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান  ব্যাটেলিয়ান (র‌্যাব)। আটককৃতরা হলেন আব্দুল্লাহ আল মামুন (২২), মাঈন উদ্দিন টিটু(২৫), মোঃ জুয়েল (৩০), ও জামাল উদ্দিন (২৫)। মঙ্গলবার ( ১০ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা জেলার চান্দিনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ব্যাপি চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবছরের ন্যায় মুক্তিযুদ্ধ বিজয় মেলার আয়োজন করা হয়। বিজয় মেলায় আগত বিভিন্ন দোকান হতে বিভিন্ন সময় স্থানীয় অস্ত্রধারী চাঁদাবাজ মাঈন উদ্দিন টিটু(৪২) চাঁদা দাবী করে আসছিল। বিজয় মেলা পরিষদ দোকানদারদের চাঁদা দিতে নিষেধ করলে মাঈন উদ্দিন বিভিন্ন সময় মেলায় এসে আয়োজক কমিটির সদস্যদেরকে হুমকি প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি ভোর আনুমানিক সাড়ে ৪ টায় মেলার শৃঙ্খলা কমিটির সদস্যরা মেলা শেষ করে বাড়ী ফেরার পথে জোরারগঞ্জ বাজারে পৌছলে মাঈন উদ্দিন টিটুর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের অস্ত্রধারী তাদের ওপর আক্রমণ করে। এক পর্যায়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মেলার শৃংখলা কমিটির সদস্য কাউছার আহম্মদ, ইমতিয়াজ উদ্দিন(২০), মিরাজ আকবর শাকিব(১৯), সাইফুদ্দিন রিফাত(১৮), তারেক হাসান (২৫) ও সরোয়ার হোসেন(১৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এছাড়া সন্ত্রাসীরা জোরারগঞ্জ স্কুল মাঠে মেলার শৃংখলা কমিটির আরও কয়েকজন সদস্যকে রামদা, কিরিচ, হকিষ্টিক ইত্যাদি অস্ত্র দ্বারা এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।
পরবর্তীতে আহত ব্যক্তিদের চিৎকারে মেলায় উপস্থিত লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে চলে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে মেলার শৃঙ্খলা কমিটির সদস্য কাউছার আহাম্মদ আরিফ গত ৪ জানুয়ারি জোরারগঞ্জ থানায় ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৩/৩, তারিখ- ০৪ জানুয়ারি, ২০২৩, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০। মামলাটি রুজু হওয়ার পর থেকে মামলার আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত মামলার এজাহারনামীয় প্রধান ৪ আসামী কুমিল্লা জেলার চান্দিনা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এবং র‌্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল গত মঙ্গলবার রাতে অভিযান চালায়। অভিযানকালে চারজনকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে তারা উক্ত ঘটনার সাথে জড়িত এবং এজাহারনামীয় আসামী। আটককৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ আশরাফ উদ্দিন মিরসরাই ,ওজি

Loading


শিরোনাম বিএনএ