16 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » প্রশিক্ষণ চলাকালে কনস্টেবলের গুলিতে চার পুলিশ সদস্য আহত

প্রশিক্ষণ চলাকালে কনস্টেবলের গুলিতে চার পুলিশ সদস্য আহত

প্রশিক্ষণ চলাকালে কনস্টেবলের গুলিতে চার পুলিশ সদস্য আহত

বিএনএ,রাঙামাটি : রাঙামাটির কাউখালীতে বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে এক কনস্টেবলের গুলিতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কাউখালী উপজেলার বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে এক কনস্টেবল মেশিনগানের গুলি ছোড়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। গুলি ছুড়েই জ্ঞান হরিয়ে ফেলেন তিনি। এতে নারী কনস্টেবলসহ চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। সিএমপি কমিশনার জানান, চিকিৎসক জানিয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ