25 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৫ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

৫ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

৫ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী থেকে পাঁচ লাখ ইয়াবাসহ সৈয়দুল আমিন (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব।

রোববার (৯ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়। আটক সৈয়দুল বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪ এর মো. আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে-এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র‍্যাব। সে সময় কয়েকজন ব্যক্তিকে বস্তা নিয়ে ব্রিজের নিচ দিয়ে যেতে দেখে থামার জন্য সংকেত দেয় র‍্যাব সদস্যরা। তখন তারা বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে  ধাওয়া করে একজনকে আটক ও বস্তাগুলো জব্দ করা হয়। বস্তায় ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি একটি ইজিবাইকও জব্দ করেছে র‍্যাব সদস্যরা।

এএসপি আবু সালাম চৌধুরী বলেন, আটক সৈয়দুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সঙ্গে  আরও একটি গ্রুপ সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ওই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ