18 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে ভাতিজা হত্যায় আটক চাচা

কক্সবাজারে ভাতিজা হত্যায় আটক চাচা


বিএনএ,কক্সবাজার: কক্সবাজার জেলার চকরিয়ায় ভাতিজা হত্যা মামলায় চাচা ইউসুফ আলী’(৪৮)কে আটক করেছে র‌্যাব। শুক্রবার( ৭ ডিসেম্বর)  বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকা হতে তাকে  গ্রেফতার  করা হয়।
মোঃ ইউসুফ আলী (৪৮)মৃত ইছহাক আহমেদের ছেলে।  নিহত  পারভেজ বাবু এবং আসামী সম্পর্কে চাচা ভাতিজা।

র‌্যাব-৭ জানায়, দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে  পৈত্রিক সম্পত্তির ভাগ-বন্টন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত ৫ জুলাই   আসামী ও তার অন্যান্য সহযোগী বাড়ীর সীমানায় পাকা দেয়াল নির্মাণ কাজ শুরু করে। এতে পারভেজ বাবু বাধা দিলে তাকে গুরুতর আঘাত করে পালিয়ে যায় আসামীরা। মুমূর্ষু অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরে চমেক হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ইউসুফ আলীকে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ