26 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » আরও একধাপ এগিয়ে শ্রাবন্তী

আরও একধাপ এগিয়ে শ্রাবন্তী

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: মনের মধ্যে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হলো টলিউড কুইন শ্রাবন্তী চ্যাটার্জির। এ অভিনেত্রীর অনেক দিনের শখ উইন্ডোজের সঙ্গে কাজ করার। ‘আমার বস’ শিরোনামের এ ছবির মাধ্যমে কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী। প্রথমবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে কাজ আর রাখির সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে ভগবানকেই ধন্যবাদ জানিয়েছেন শ্রাবন্তী।

অনেকটা আনন্দচিত্তে এ তারকা বলেন, ‘শিবুদার সঙ্গে কাজ করার ইচ্ছেটা আমার বহু দিনের। অনেকবার কথাবার্তাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আর কিছু সেভাবে হয়ে ওঠেনি; কিন্তু কথায় আছে না সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে। বিধাতা হয়তো আমাকে এখন সেই সময়টা দিয়েছে যে আমি উইন্ডোজের সঙ্গে কাজ করি। আর এক্সাইটেড তো হবই। কারণ উইন্ডোজের সঙ্গে সবাই কাজ করতে চায়। আমিও চেয়েছি। আমাকে তারা যোগ্য বলে মনে করেছে এটাই আমার সেরা প্রাপ্তি। আমি ভীষণ হ্যাপি। এ প্রজেক্টে হান্ড্রেড পার্সেন্টের বেশি দেওয়ার চেষ্টা করব।’

রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগটা তো যেন শ্রাবন্তীর কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মতো। তার কথায়, ‘রাখি গুলজার তো একজন লিজেন্ড। তার কথা আলাদা করে বলার কোনো অবকাশই নেই। আমার বাবা-মায়ের সময়কার একজন কিংবদন্তি অভিনেত্রী; যার ছবি দেখে তারা বড় হয়েছেন। আমার বাবার তো চাইল্ডহুড ক্রাশ রাখি গুলজার। তাই মা-বাবাও এ খবরটায় খুবই গর্বিত যে তাদের মেয়ে রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছে। আর একসঙ্গে কাজ করতে পারব এটা ভেবেই আমার তো গর্ববোধ হচ্ছেই। আশা করছি, সিনেমা মুক্তির পর সবার ভালো লাগবে।’

আসছে জানুয়ারি মাসেই ছবিটির শুটিং শুরু হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ