19 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

বিএনএ, জাবিঃ বিএনপি নেতা-কর্মী কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কের অংশে প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখা হয়।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মী কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার প্রতিবাদে আমাদের এ অবস্থান কর্মসূচী। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ অরাজকতার প্রতিবাদে মহাসড়কে অবস্থান নিয়েছি। তবে এম্বুলেন্স সহ জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে নজর রাখছি।’
ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

জাবি সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন বলেন, ‘বিএনপির সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের এ অবস্থান কর্মসূচি। আমরা ছাত্রনেতাদের সাথে কথা বলেছি তারা আমাদের আশস্ত করেছে অল্পসময়ের মধ্যে তারা তাদের অবস্থান কর্মসূচি তুলে নিবে। কিন্ত অবরোধের মধ্যেও জরুরি সেবা গুলো সচল রয়েছে।

বিএনএ/ সানভীর, ওজি

Loading


শিরোনাম বিএনএ