17 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে ইয়াবাসহ ইউপি মেম্বার আটক, সমর্থকদের সড়ক অবরোধ

টেকনাফে ইয়াবাসহ ইউপি মেম্বার আটক, সমর্থকদের সড়ক অবরোধ


বিএনএ, কক্সবাজার : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়াকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং’র নয়াবাজার ষ্টেশন সংলগ্ন তার ব্যক্তিগত অফিস থেকে আটক করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার সার্কেলের পরিদর্শক নুরুল আলম জানিয়েছেন, ইয়াবাসহ বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে নিয়ে আসার সময় তার লোকজন তাকে ছিনিয়ে নিতে হামলা চালায়।

এদিকে ইউপি সদস্যকে আটকের ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রেখেছে তার সমর্থিত লোকজন। রাত সাড়ে নয়টা পর্যন্ত সড়কে ব্যারিকেড ছিল। এ সময় তারা কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে, যানবাহন ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা আইনশৃংখলা বাহিনীর সদস্যদের উপরও হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই যায়েদ হাসান বলেন, ইউপি সদস্য বাদশা মিয়ার সমর্থকদের ব্যরিকেড তুলতে অনুরোধ করলে তারা ব্যারিকেড না তুলে উল্টো পুলিশের ওপর হামলা করে। এতে আমি সহ চারজন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ