25 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সাংবাদিক মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ

সাংবাদিক মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ

সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে (মিথিলা ফারজানা)

একাত্তর টেলিভিশনের সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে (মিথিলা ফারজানা) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

পদটি হবে গ্রেড-৫ বা উপসচিব পদমর্যাদার। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

Bnanews24,SGN

Loading


শিরোনাম বিএনএ