27 C
আবহাওয়া
৮:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ আর নেই


বিএনএ, ঢাকা : স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সেখানে ভর্তি হয়েছিলেন তিনি।

তোফায়েল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়েছিল। এ ছাড়া ফুসফুসে সংক্রমণ হয়েছিল তোফায়েল আহমেদের। বুধবার বিকেলে তার হৃদযন্ত্রে রিং পরানোর জন্য অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের প্রস্তুতি চলার মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৭১ বছর। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ