বিএনএ,ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের সদ্য সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) হত্যাসহ ৮ মামলায় গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে মনিরাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪’র কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষসহ নানান অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে। ওই সব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ / আরএস/হাসনা