19 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » র‌্যাব মহাপরিচালকের স্ত্রীর মৃত্যু

র‌্যাব মহাপরিচালকের স্ত্রীর মৃত্যু


বিএনএ,ঢাকা: পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেনের সহধর্মিনী দিলরুবা খুরশীদ বেবী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের বাসভবনে মারা যান তিনি।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি নিজ বাসভবনে অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন।

র‌্যাব ডিজির স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে ছুটে যান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।

পারিবারিক সূত্র জানায়, খুরশীদ-বেবী দম্পতির দুই ছেলে। বড় ছেলে প্রবাসী, ছোট ছেলে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

খোরশেদ হোসেনের স্ত্রী বেবি দৈনিক নিউ এজ পত্রিকার সাবেক ক্রাইম রিপোর্টার ও আমেরিকা প্রবাসী সাংবাদিক আরিফ নেওয়াজ ফরাজী বাদলের বোন।

বিএনএ নিউজ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ