বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বামপন্থী জোট হাদাশের সদস্য ওফার ক্যাসিফ বলেছেন, ফিলিস্তিনিদের ভূখণ্ড অবৈধভাবে দখলের পরিণাম ভয়াবহ হতে পারে আগেই ইসরায়েল সরকারকে জানিয়েছিলেম। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দখলদারিত্বের নীতিতে পরিবর্তন আনেননি।
রোববার (৮ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন তিনি।
তিনি বলেন, আমরা নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা ও বিরোধিতা করি। ইসরায়েলি সরকারের বিপরীতে এর অর্থ হলো আমরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো হামলারও বিরোধিতা করি।
ক্যাসিফ আরও বলেন, ইসরাইল সরকার ফ্যাসিবাদী সরকার। ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলকে সমর্থন দিয়ে উৎসাহ এবং নেতৃত্ব দেয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চলছে। দুর্ভাগ্যবশত এখন ইসরায়েলিদেরও একই দশা হতে চলেছে।
বিএনএ/ ওজি