21 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিয়ে বাড়িতে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বিয়ে বাড়িতে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বিয়ে বাড়িতে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বিএনএ ডেস্ক: নোয়াখালীর কবিরহাটে বিয়ের অনুষ্ঠানে কিশোরীকে (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. টিপু সুলতান (২৫) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিক উল্লার ছেলে।

ঘটনার ৪ দিন পর শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই ধর্ষণ মামলায় আরও ৩ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালছে।

গত ৪ অক্টোবর রাতে কবিরহাট উপজেলায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরের দিন রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ