20 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » টি-টেন লিগে মারাঠা দলে জুনায়েদ সিদ্দীকি

টি-টেন লিগে মারাঠা দলে জুনায়েদ সিদ্দীকি

টি-টেন লিগে মারাঠা দলে জুনায়েদ সিদ্দীকি

বিএনএ,স্পোর্টসডেস্ক : দীর্ঘদিন মাঠে দেখা যাবে বাংলাদেশের এক সময়ের মারকুটে ওপেনার জুনায়েদ সিদ্দীকিকে। আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরে তাকে দলে টেনেছেন বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স।

দলটির টুইটারে জুনায়েদকে স্কোয়াডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দলটির টুইটারে জুনায়েদকে স্কোয়াডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অনেকদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন এ বাঁহাতি ব্যাটার।

২০০৭ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা জুনায়েদ ২০১২ সালে বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে মাত্র ৭টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান। সবমিলিয়ে বিশ ওভারের আন্তর্জাতিক অঙ্গনে একটি ফিফটিতে জুনায়েদের রান ১৫৯, গড় ২২.৭১, স্ট্রাইকরেট ১৪৭। খেলেছেন ১৯টি টেস্ট ও ৫৪ ওয়ানডে।

টি-টেন লিগে এবারের আসরে অলরাউন্ডার সাইফউদ্দিন দল পাওয়ার পর  দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন জুনায়েদ। বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাইফউদ্দিন।

লিগটি এই বছরের ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে পর্দা নামবে ৪ ডিসেম্বর।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ