25 C
আবহাওয়া
২:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

রাউজানে অভিমানে কিশোরীর আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি বাসায় অর্পা হাসান (২০) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বেলা ১২টার দিকে উত্তর শাহজাহানপুর আমতলা ৩৭৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা দেড়টায় মৃত ঘোষণা করেন।

নোয়াখালী চাটখিল উপজেলার হাসান ইমামের মেয়ে অর্পা। দুই বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদ হলে তিনি মা রুপা আহমেদের সঙ্গে  উক্ত বাসায় থাকতেন। মৃতের মা রুপা আহমেদ জানান, তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষে কম্পিউটার সাইন্সের ছাত্রী ছিলো। বেলা ১২টার  দিকে বাজার করতে বাইরে যাই আমি। কিছুক্ষণ পরে বাসায় ফিরে অর্পার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পাই । তখন তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি। পরে কক্ষের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া দেখতে পাই।

তিনি আরও জানান, মেয়েকে উদ্ধার করে স্থানীয় আল বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে নিয়ে আসা হয় ঢামেক হাসপাতালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন মাস আগেও অর্পা ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সবশেষ গত পরশুদিনও সে ঘুমের ওষুধ খায়। তখন তাকে ঢামেকে থেকে স্টোমাক ওয়াশ করানো হয়েছিল। সে খুব রাগী ও জেদি ছিল। কী কারণে এমন ঘটনা ঘটালো, সে বিষয়ে কিছু জানাতে পারেনি তার মা রুপা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,  মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ