26 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৫, ২০২৩
Bnanews24.com
Home » জাতিসংঘের সহকারী মহাসচিব ঢাকায় আসছেন আজ

জাতিসংঘের সহকারী মহাসচিব ঢাকায় আসছেন আজ

জাতিসংঘ

বিএনএ ডেস্ক: জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। তিনি ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

ঢাকার ইউএনডিপি অফিস জানায়, কান্নি উইগনারাজা সফরের সময় ভাসানচর এবং কক্সবাজারে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসংঘ-সমর্থিত হস্তক্ষেপের প্রভাব নিজে পর্যবেক্ষণ করবেন।

এছাড়া, তিনি সফরকালে সংসদের স্পিকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রিন্সিপাল সেক্রেটারিসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন।

এই বৈঠকগুলো ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে ইউএনডিপি জানিয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 1442 


শিরোনাম বিএনএ